অনলাইন ডেস্ক, জি নিউজঃ- হবিগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে সরকারি বৃন্দাবন কলেজে ও শহরে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকালে শহরের রাজনগর এলাকার অনামিকা কমিউনিটি সেন্টারসহ কমপক্ষে ১০-১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। সংঘর্ষ একপর্যায়ে শহরের রাজনগর ও সুলতান মাহমুদপুর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে। এ সময় শহরের বেবিস্ট্যান্ড থেকে পিটিআই সড়ক পর্যন্ত ২ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি বৃন্দাবন কলেজে এক ছাত্রীর ওড়না ধরে টানাটানিকে কেন্দ্র করে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাওন ও যুগ্ম আহবায়ক রকির মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের নেতৃত্বাধীন শাওন গ্রুপ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমদের নেতৃত্বাধীন রকির গ্রুপে মধ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ একপর্যায়ে শহরের রাজনগর ও সুলতান মাহমুদ পাড়ার মধ্যে ছড়িয়ে পড়লে শ’ শ’ ছাত্র-যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথম পর্যায়ে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে বিবদমান উভয় গ্রুপকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক ডেকেছেন। বৈঠকে আগামী ৩রা অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে ছাত্রদলের এ সংঘর্ষের বিষয়টি নিষ্পত্তি করা হবে। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ বলেন, জুনিয়র ছাত্রদল কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু একটি মহল সিলেট বিভাগে ছাত্রদলের আগমনের পূর্বক্ষণে এ রকম একটি অবস্থার সৃষ্টি করে। এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ বলেন, ছাত্রদলের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে শহরের সুলতান মাহমুদপুর এলাকার লোকজন রাজনগরের লোকজনের ওপর হামলা চালালে এর সূত্রপাত হয়। তিনি বলেন, এ সময় তারা শহরের অনামিকা কমিউনিটি সেন্টার ও সরকারি বৃন্দাবন কলেজের সহযোগী ইলিয়াছ বখত চৌধুরী জালালের বাসাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রুপিং চলে আসছে। সূত্র :অনলাইন তাঃ-২৭ সেপ্টেম্বর ২০১৩
হবিগঞ্জ ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র
Share This