জি নিউজঃ- নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোট বিএনপি আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর টানা ৬০ ঘণ্টার হরতালের শুরু আগের দিন আজ রোববার রাজধানীতে গাড়িতে আগুন, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর মতিঝিলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনের সামনে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা সোয়া দুইটায় ঘটনাটি ঘটেছে। এর পর বিকেলে আরেকটি বাসে আগুন দেয়া হয় , শাহজাদপুর, তেজগাঁও, মহাখালী, ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বায়তুল মুকাররমের উত্তর গেটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ও গুলিস্তানে যানবাহনে আগুন এবং সায়েদাবাদের ধলপুর এলাকায় হরতালের সমর্থনে ছাত্রশিবিরের একটি মিছিল থেকে কয়েকটি গাড়ির কাচ ভাঙচুরের এ ঘটনা ঘটে। তাঃ- ০৩, নভেম্বর ২০১৩