জি নিউজ বিডি.নেটঃ বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের হরতাল চলছে।হরতাল শুরু হতে না হতেই দেশের বিভিন্ন স্থান থেকে বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটেছে।বিশেষ করে কুমিল্লায় ফিস-প্লেট উপড়ে ফেলার পর একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যূত হবার ঘটনা ঘটেছে।
কুমিল্লায় রেলওয়ে পুলিশের কর্মকর্তা আবুল খায়ের জানান, তূর্ণা নিশিথা আন্তঃনগর নামে একটি ট্রেন ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লা স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।মিনিট কুড়ি পরেই তারা খবর পান ট্রেনটি লাইন-চ্যুত হয়েছে।দ্রুত তারা সেখানে যান এবং দেখেন ট্রেনটির ইঞ্জিনসহ ৬টি বগি লাইন-চ্যুত হয়েছে।
এগুলো সবই ছিল শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর কামরা।প্রাথমিকভাবে তারা ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হবার খবর পেয়েছেন।তাদেরকে স্থানীয় গ্রামবাসীরা আগেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এ ঘটনায় অবধারিতভাবেই ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এদিকে, হরতাল শুরুর আগে রংপুরে একটি পণ্য-বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবরে জানা গেছে।
হরতালের শুরুতেই সকালবেলায় ঢাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে।
ধলপুর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেছেন হরতাল সমর্থকেরা।
এছাড়া সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।