ঢাকা প্রতিনিধি,জি নিউজ:বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হরতাল কর্মসূচিতে বাধা দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, ‘সরকারের উদ্দেশ্য খারাপ। তারা একদলীয় নির্বাচন করতে চায়। কিন্তু শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তাই পদত্যাগ করুন। দেশের মানুষ শান্তিতে থাকবে।সোম ও মঙ্গলবারের হরতালে সবাইকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, গত কয়েকদিনে দেশে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী ১৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। এ ভয়াবহতা একটা স্বাধীন দেশে চিন্তাও করা যায় না।
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, বিরোধী দলীয় হুইপ আশরাফুদ্দিন নিজান, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।