স্টাফ রিপোর্টার, জি নিউজঃ- রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আজ সকালে হরতাল বিরোধী অবস্থানকালে আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন -বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নোটিশের জবাবে আইনপ্রতিমন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত আমার হাতে কোনো নোটিশ আসেনি। পত্রিকা টেলিভিশনের মাধ্যমে আমি এ ব্যাপারে জেনেছি। তবে নোটিশ দেয়াটা একটা স্টান্ডবাজি। তিনি বলেন, তারেক রহমানের ব্যাপারে যা বলেছি সঠিক কথা বলেছি। সে পলাতক আসামি। আমি যে অভিযোগ করেছি তা মিথ্যা হলে আদালতে আসুক। চ্যালেঞ্জ করুক। আইন প্রতিমন্ত্রী বলেন, তারেক যদি দেশে না আসে তা হলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। হরতাল দিয়ে তারেক ইস্যু শেষ হবে না, আইনের মাধ্যমেই সকল ইস্যুর সমাধান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, প্রমুখ।
হরতাল দিয়ে তারেক ইস্যু শেষ হবে না -আইনপ্রতিমন্ত্রী
Share This