জি নিউজঃ ২ মে’র ডাকা হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ১৮ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসতে পারে বলে জোটের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সাভারে উদ্ধার তৎপরতা এখনো শেষ না হওয়ায় এতে আরো সময় লাগার বিষয়টি বিবেচনা করে খালেদা জিয়া হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
জোট নেত্রী বিষয়টি নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটি ও সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড.মইন খান, হান্নান শাহসহ বিএনপির সিনিয়র ৮ নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সাভারের দূর্ঘটনায় শতশত মানুষের প্রাণহানি ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হয়।
সাভারে বহুতল ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার প্রতিবাদ ও ভবন মালিকসহ দোষীদের গ্রেফতারের দাবিতে ২৭ এপ্রিল রাতে ১৮ দলীয় জোটের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ ২ মে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালসহ তিনটি কর্মসূচি ঘোষণা করেছিলেন।
হরতাল ছাড়াও ৩০ এপ্রিল সারাদেশে কালো পতাকা মিছিল, ৪ মে ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে এ দুটি কর্মসূচি ঠিক থাকলেও হরতাল প্রত্যাহার করা হচ্ছে।
হরতাল প্রত্যাহার হচ্ছে ১৮ দলীয় জোটের
Share This