জি নিউজ বিডি ডট নেট ঃ- হরতাল বাড়ল ১২ ঘণ্টা চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত, লাগাতার অবরোধও চলবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।’প্রহসনের নির্বাচনের’ ফল বাতিল ও ভোটের দিন সারাদেশে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এর আগে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। একইসঙ্গে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধও চলবে জানানো হয়েছিল দলটির পক্ষ থেকে। সেলিমা রহমান মঙ্গলবার গুলশানে তার বাসভবনে সংবাদ সম্মেলনে বলেন, নেতাকর্মীদের মুক্তি, প্রহসনের নির্বাচনের ফল বাতিল ও ভোটের দিন সারাদেশে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে হরতাল বাড়ানো হয়েছে। তিনি জানান, শুক্রবার সারাদেশে দোয়া দিবস ও শনিবার সারাদেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালতি হবে।এছাড়া বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন।এদিকে সাম্প্রতিক সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সরকারকে দায়ী করে সেলিমা রহমান বলেন, সরকার নিজেরা হামলা করে বিরোধী দলকে দোষ দিচ্ছে।