অনলাইন ডেস্কঃ অক্ষয়ের অ্যাকশন দৃশ্যগুলি নিখুঁত করে তুলতে সব চেষ্টাই চালাচ্ছেন নির্মাতারা। আর তাই হলিউডি অ্যাকশন পরিচালক গ্রেগকে বেছে নিয়েছেন- তারা সিনেমাটিতে । বলিউডি সিনেমায় কাজ করার বিষয়ে গ্রেগ বলেন, এই প্রথম আমি বলিউডি সিনেমায় কাজ করছি। আর এটি একটি একটি অসাধারণ অভিজ্ঞতা। ২০১২ সালে স্কাইফল, এর পর গ্রেগ পরবর্তী সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৬টি সিনেমারও অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন। ২০১২ সালের তামিল সিনেমা থুপাক্কি অবলম্বনে নির্মিতব্য সিনেমাটির নাম আপাতত ঠিক করা হয়েছে – পিস্তল। অক্ষয় সম্পর্কে তিনি বলেন, অক্ষয় নতুন কিছু করার ব্যপারে অনেক বেশি উৎসাহী। সে অনেক বেশি অনুশীলন করছে এবং দ্রুত শিখে ফেলছে।অক্ষয় সম্পর্কে গ্রেগ আরও বলেন, এ বয়সেও অক্ষয় নিজের স্বাস্থ্য দারুণ ফিট রেখেছেন। আর যেহেতু সে একটি স্টান্ট করার আগে অনেকবার অনুশীলন করে, তাই দৃশ্যটি অত্যন্ত নিখুঁত হয়।
হলিউডি অ্যাকশন পরিচালক গ্রেগকে বেছে নিয়েছেন- অক্ষয়
Share This