হলিউডের ক্রিস্টেন স্টুয়ার্ট লম্বা বিরতিতে

বিনোদন ডেস্ক :- গত কয়েক বছর ধরে অভিনয় নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্স্ট। ‘টুইলাইট’ সিরিজের ছবিগুলোয় দুর্দান্ত অভিনয় করে সফলতাও কম অর্জন করেননি। এরপর অবশ্য এই সিরিজের বাইরের একাধিক ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন তিনি। একদিকে অভিনয় দক্ষতা আর অন্যদিকে আবেদনময়ী উপস্থাপনের মাধ্যমে নিজেকে আলাদা রূপে তুলে ধরতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। অবাক করার মতো হলেও সত্যি যে আগামী এক বছরের মধ্যে স্টুয়ার্টের পাঁচ পাঁচটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। হলিউডের মতো জায়গায় এত অল্প সময়ে এতগুলো ছবি মুক্তির ঘটনা খুব কমই ঘটে। এই ছবিগুলোর মধ্য দিয়ে নিজেকে তিনি অভিনেত্রী হিসেবে আরও ওপরে নিয়ে যাবেন বলেই ধারণা করা যাচ্ছে। তবে নতুন খবর হচ্ছে ক্রিস্টেন স্টুয়ার্ট এবার লম্বা বিরতিতে যাচ্ছেন অভিনয় থেকে। মূলত একঘেয়েমি কাটানোর জন্যই তার এই সিদ্ধান্ত। অভিনয়ের বাইরে গিয়ে অন্য শৈল্পিক বিষয়ে এবার সময় দিতে চাচ্ছেন তিনি। জানা গেছে, তিনি লস অ্যাঞ্জেলেসে একটি ফার্মহাউজ কিনতে যাচ্ছেন। সেখানে নিজে একটি শর্টফিল্ম তৈরি করারও পরিকল্পনা করেছেন। এর জন্য কমপক্ষে দুই মাস এর জন্য অভিনয় থেকে দূরে থাকবেন তিনি। নিজস্ব ফার্মহাউজে পছন্দসই গল্পের একটি শর্টফিল্ম তৈরি করে তবেই আবার অভিনয়ে ফিরবেন। ক্যামেরার সামনে থেকে পেছনে কাজ করার পরিকল্পনা প্রসঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, গত দুই বছরে আমি অভিনয়ে কোন বিরতি নেইনি। রাতদিন শুধু শুটিং করেছি। এখন পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায় আছে আমার। ছুটি কাটানোর জন্য এর চাইতে ভাল সময় আমার জন্য কি হতে পারে। আমি একটি ফার্মহাউজ নিয়ে সেখানে ক্যামেরার কাজ করবো। একটি শর্টফিল্ম তৈরি করার পরিকল্পনাও করেছি। তবে এটা একদমই পেশাগতভাবে নয়। শখের বসেই ক্যামেরার পেছনে কাজ করছি। আশা করছি একটি সুন্দর ছুটির সময় কাটাতে পারবো। দেখা যাক কি হয়। সূত্র: ইন্টারনেট

Exit mobile version