অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশাল-১ আসনের সংসদ সদস্য হিসেবে আবুল হাসানাত আব্দুল্লাহ শপথ গ্রহণ করায় বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ইউনুস মিয়া, মহিলা নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, ছাত্রলীগ নেতা সোয়েব ইমতিয়াজ লিমন, শহীদ তালুকদার, অনিমেষ মন্ডল, বরুণ বাড়ৈসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ তাকে মন্ত্রীসভায় স্থান দিয়ে যথার্থ মূল্যায়নের দাবি জানান।
হাসানাত আব্দুল্লাহ শপথ গ্রহণ করায় আগৈলঝাড়া আওয়ামীলীগের আনন্দ মিছিল
Share This