অনলাইন ডেস্কঃ- গণতন্ত্র রক্ষার স্বার্থে পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার কর্মকর্তারা এই ইঙ্গিত দিয়ে রেখেছেন ভারতকে। গতকাল (রোববার) ভারতের ইংরেজি দৈনিক ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পর ভারত এখন বাংলাদেশ ইস্যুতে বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে যাচ্ছে। সামনের দিনগুলোতে শেখ হাসিনা সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রতিবেদনটিতে আরো বলা হয়, নির্বাচনের পর বাংলাদেশ যাতে বড় ধরনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নিন্দার মুখে না পড়ে, সেজন্য ভারতের কূটনৈতিক প্রচেষ্টা চালানোর পরিকল্পনা করছে। এজন্য বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো ও বিভিন্ন ফোরামের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে ভারত। এদিকে, ভারতের কূটনৈতিক মহল ও বিশ্লেষকরা মনে করছেন, বিতর্কিত হলেও এই নির্বাচন যে কোনো মতেই অসাংবিধানিক নয়। তাই নির্বাচনের প্রশ্নে তারা ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের পাশেই আছে। সাবেক রাষ্ট্রদূত দেব মুখার্জী, সাবেক হাইকমিশনার বীনা সিক্রির বরাত দিয়ে বিবিসি বাংলার এক রিপোর্টে এসব কথা বলা হয়েছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত দিল্লির সাউথ ব্লক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও, নির্বাচনকে ঘিরে হাজার বিতর্কের পরও ভারত মনে করছে, এর মধ্যে অনৈতিক বা সংবিধানবহির্ভূত কিছু নেই, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলাও অবান্তর। রিপোর্টের শেষে বলা হয়, গত কয়েক মাসের দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে ভারত এখন স্থির করে ফেলেছে যে, এখন তাদের সমর্থন থাকবে বাংলাদেশের সাংবিধানিক নির্দেশনার দিকেই যা এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে সমর্থনেরই সামিল। খবর রেডিও তেহরানএর তাঃ-৭ জানুয়ারি ২০১৪ #