জি নিউজঃ-হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন প্রধানবিরোধী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বলেন, মুফতি ওয়াক্কাসের মতো নেতাকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতি উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে গেল। সরকার ইচ্ছাকৃতভাবেই এমন অরাজক পরিস্থিতি তৈরি করছে। কারণ ক্ষমতাসীন হওয়ার পর থেকে তারা দেশে যে বিভীষিকা ও ভয়াবহ দুঃশাসন চালিয়েছে সেটিকে ঢাকার জন্য তারা জনগণকে বিভ্রান্ত করতে নানা ধরনের নোংরা কৌশল অবলম্বন করছে। মুফতি ওয়াক্কাসকে গ্রেফতার তাদের সেই নোংরা খেলারই অংশ। সরকারকে হুঁশিয়ার করে খালেদা জিয়া বলেন,”নিজেদের সংযত করুন, জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন। অন্যথায় জনগণের ক্রোধ থেকে রেহাই পাবেন না। বিবৃতিতে তিনি অবিলম্বে মুফতি ওয়াক্কাসের মুক্তি দাবি করেন। সোমবার বিকেলে রাজধানীর মালিবাগ থেকে ওয়াক্কাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ চলাকালে আশেপাশের এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত তিনি।