অনলাইন ডেস্কঃ- কেউ যদি আপনাকে ভেবে থাকেন যে আপনি স্বার্থপর, তবে কি আপনি তা বুঝতে পারেন? আপনার কিছু আচরণে মানুষের এ ধারণা জন্মায়। আপনার স্বার্থপরতার লক্ষণগুলো সম্পর্কে কিছু ধারণা নিন।১–আপনার অন্যান্য ছবির চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিটা সবচেয়ে ভালো দেখায়।২-যখন কোনো বাচ্চা আপনার চেহারা দেখে ছবি আঁকার চেষ্টা করে তখন তাতে সাপ বা নেউলের ভাবটি ফুটে ওঠে।৩-কোনো অনুষ্ঠানে বা পারিবারিক ডিনারের সময় পাতের শেষ খাবারটি খেতে আপনি রীতিমতো সচেষ্ট থাকেন।৪- আপনার কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আপনি অহংকার বোধ করেন এবং এরপর স্কুলে যেতে আপনার কোনো ইচ্ছাই দেখা যায় না।৫-আপনি অন্যের ভাব নিজে নেওয়ার চেষ্টা করেন। অথচ এ জন্য অন্যকে কোনো প্রশংসা দিতে পছন্দ করেন না।৬-আপনার ফেসবুক ওয়ালে সব বড় বড় ব্যক্তির চেহারা দেখা যায়।৭-যখন আপনাকে বাচ্চা ছেলে-মেয়েরা কোনো গল্প পড়ে শোনাতে বলেন, তখন গল্প পড়ার বিনিময়ে আপনি তাদের দিয়ে কিছু করিয়ে নিতে চান।৮-শেল সিলভারস্টেইনের ‘দ্য গিভিং ট্রি’ পড়েছেন? পড়ে দেখবেন। যদি পড়ার পরে মনে হয়, গাছটির যা পাওনা তাই পেয়েছে, তবে আপনি স্বার্থপর।৯-আপনি মনে করেন যে, বেশিরভাগ মানুষই নেয়, কিন্তু দেয় না।১০-আপনি মানুষকে বলে বেড়ান যে, আপনি সবাইকে দিয়ে বেড়ান। একটি পরিসংখ্যান বলছে, শতকরা ৯০ জন মানুষ ভাবেন যে তারা গড়ের চেয়েও ভালো। আমরা আসলে মনে করি যে, প্রতিটি ক্ষেত্রেই আমরা অন্যের চেয়ে বেশি সামর্থ্য রাখি, বেশি স্মার্ট, বেশি পছন্দনীয় এবং বেশি দক্ষ।গবেষকরা তিন দিক থেকে মানুষের ভুর চিহ্নিত করছেন। তিন রকম পরীক্ষার মাধ্যমে এ তিনটি বিষয় সহজে বোঝা যেতে পারে।পরীক্ষা এক–কয়েক জোড়া প্রেমিক-প্রেমিকাকে আলাদা কক্ষে রেখে একটি নিষ্ঠুর প্রশ্ন জিজ্ঞাসা করুন, তোমাদের সম্পর্কের সব ভালো-খারাপের মধ্যে তোমার দায়িত্বশীলতা কতোটুকু? প্রতি চার জোড়ার মধ্যে তিন জোড়ার প্রত্যেকে শতভাগ ভালো বিষয়গুলোর দায়িত্ব নিজের ওপর নেবে।পরীক্ষা দুই–পাঁচজন মানুষের ওপর এ পরীক্ষা চালান যে তারা নিজেদের বেশি দক্ষ মনে করে কিনা। পরীক্ষা শেষে দেকবেন, প্রত্যেকে অন্যদের চেয়ে নিজেকে ১৪০ শতাংশ বেশি মানসম্পন্ন বলে মনে করবে।পরীক্ষা তিন–কোনো চ্যারিটিতে নিঃশর্তে টাকা দিতে কে আগ্রহী হবেন? এই প্রশ্ন নিয়ে কয়েক জনের সঙ্গে আলাপ করুন। এ বিষয়ে তাদের কিছু ঝামেলাপূর্ণ কাজ দিন। দেখবেন, এসবের পর তাদের ওই কাজের প্রতি আগ্রহের ইচ্ছা ৩২ শতাংশ বাড়িয়ে বলবে।আর এ কারণে মানুষের অহংবোধ কাজ করে। আমরা সব সময় আমাদেরকে ইতিবাচক আলোতে দেখতে পছন্দ করি। আর বিভিন্ন ক্ষেত্রে স্বার্থপরতা এবং মহত্ত্বের কথা যদি আপনাদের চোখে আঙুল দেখিয়ে দেওয়া হয়, তবুও আপনি বলবেন যে, গড়ের চেয়ে আপনার মাঝে এসবের উপস্থিতি একদম কম। সূত্র-বিজনেস ইনসাইডার ।