অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) থেকে ফিরেঃজাতীয়করণকৃত রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা নিয়োগের দাবিতে গতকাল প্যানেলভুক্ত তিন শতাধিক শিক্ষকরা শুক্রবার বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে আধাঘন্টা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
জানা গেছে, বরিশালের বিভিন্ন উপজেলার সদ্য জাতীয়করণকৃত রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত কিছু সংখ্যক শিক্ষককে নিয়োগ দেয়া হলেও ৯৫০ জন প্যানেলভুক্ত শিক্ষক অদ্যাবধি নিয়োগ প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন। বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জসহ বরিশালের ১০ উপজেলার প্যানেলভুক্ত তিন শতাধিক শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন কর্মসুচী পালন শেষে বেলা ১টার দিকে গৌরনদী প্রেসক্লাব চত্বরে প্যানেলভুক্ত শিক্ষক মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্যানেলভুক্ত শিক্ষক মো. আসাদুজ্জামান, শারমিন জাহান হাসিনা, সায়েদা আক্তার, মৃত্যুঞ্জয়, নিখিল বালা প্রমুখ।
১০ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
Share This