চট্টগ্রাম প্রতিনিধি, জি নিউজঃ- হেফাজত ইসলাম বাংলাদেশ এর ১৩ দফা দাবি আদায়ে আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আবারও মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেসংগঠনটি । একই সঙ্গে সোমবার হাটহাজারীতে এবং ২৯ নভেম্বর দেশের সব উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ । চট্টগ্রামের হাটহাজারীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এছাড়া হেফাজত আমির আহমদ শফীর ব্যঙ্গচিত্র তৈরি করে নৈরাজ্যের ‘পাঁয়তারা’র প্রতিবাদে সোমবার বিকেলে হাটহাজারীতে ও এবং আগামী শুক্রবার দেশের সব উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে তারা। রোববার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গত ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়ে পরে তা স্থগিত করেছিল সংগঠনটি। ১৩ দফা দাবি বাস্তবায়ন, গত ৫ মে শাপলা চত্বরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও নিরপেক্ষ তদন্ত এবং ওই ঘটনায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছে বলে এ সময় জানানো হয়। সংবাদ সম্মেলনে হেফাজত মহাসচিব বাবুনগরী জানান, ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে তাদের মহাসমাবেশ হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি। তিনি অভিযোগ করেন, “সরকার নাস্তিক-মুরতাদ ও তাদের দোসরদের প্রশ্রয় দিতে গিয়ে হেফাজতে ইসলামের অরাজনৈতিক আন্দোলনকে বারবার রাজনৈতিকভাবে আঘাত করেছে। হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিএনপি-জামাআত সংশ্লিষ্টতার ধুয়া তুলে দেশের মানুষকে বিভ্রান্ত করার সর্বপ্রকার অপচেষ্টা চালিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, হাফেজ তাজুল ইসলাম, আল্লামা শফীর ছেলে আনাস মাদানী, মাওলানা মঈনুদ্দিন রুহি, আশরাফউল্লাহ নিজামপুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ।
১৩ দফা দাবি আদায়ে লক্ষে ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা -হেফাজতের
Share This