১৭ বা ১৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

ssc pজি নিউজ ঃ- আগামী ১৭ অথবা ১৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এসএসসির ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, আগামী ১৭ অথবা ১৮ মে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ দুই দিনের যেকোনো দিন ফল প্রকাশের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। উলেখ্য- এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ মার্চ শেষ হয়। ২৭ মার্চের মধ্যে শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এবার পরীক্ষায় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন শিক্ষার্থী অংশ নেয় ।

Exit mobile version