ঢাকা প্রতিনিধি,জি নিউজঃজাতীয় সংসদের ১৮তম অধিবেশন সোমবার বিকেলে শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিনেই প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দিচ্ছে। এজন্য সংসদ ভবনে সোমবার বিকেল ৪টায় বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনেই প্রথম সংসদ পরিচালনা করবেন। ৬ জুন জাতীয় সংসদে মহাজোট সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বাজেটের আকার দুই লাখ ২৪ হাজার কোটি টাকা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে।
বিরোধী দলের এমপি’রা টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত। তাই সদস্যপদ রক্ষায় এ অধিবেশনের প্রথম সাত কার্যদিবসের মধ্যে তাদের যোগ দিতেই হবে। তা না হলে সংবিধান অনুযায়ী টানা ৯০ দিন অনুপস্থিত থাকার কারণে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ছাড়া বাকি এমপিদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।অসুস্থতার কারণে ইতোপূর্বে কায়কোবাদের ছুটি মঞ্জুর করেছে সংসদ।
সূত্র জানায়, এ অধিবেশনে বাজেটের চেয়ে নির্বাচনকালীন সরকারপদ্ধতি ও রাজনৈতিক অচলাবস্থা নিয়ে আলোচনাকে বেশি গুরুত্ব দেবে বিএনপি। তবে দলের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকারের বিষয়ে কোনো রূপরেখা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।