জি নিউজঃ- বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর, বোমা হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর রামপুরায় হরতল সমর্থকরা একটি হিউম্যান হুলারে ও টঙ্গিতে বাসে অগ্নিসংযোগ করে। রাজধানীর কাওরান বাজারে এবং রাজশাহীতে সংঘর্ষ ঘটেছে। এদিকে বেলা সাড়ে ৮টার দিকে রাজধানীর সুত্রাপুর এলাকায় জাতীয়তাবদী ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি স্থানীয় কমিনিটি সেন্টারের কাছে পৌঁছলে সেখানে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে ককটের নিক্ষেপ করে হরতাল সমর্থকরা।রাজধানীর কাওরানবাজারে জাতীয়তাবদি সেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। এসময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ৭টি হাতবোমা নিক্ষেপ করে। সে সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভংগ করে দেয়। সেই সাথে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি নিক্ষেপ করে। হরতাল সমর্থকরা রাজধানীর মিরপুর রুপনগরে এলাকায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের সরকারী কৌশলী এডভোকেট সৈয়দ হায়দার আলীর বাসার সামনে বোমা হামলা চালায়। রাজধানীর পুরানা ঢাকার সুত্রাপুরে একজন পুলিশ সদস্য আহত হয়। আজকের রাজধানীর মানুষের জীবন-যাত্রা রয়েছে প্রায় স্বাভাবিক। মহাগরীতে যানবাহন চলাচল ছিল প্রায় অন্যান্য দিনের মতো। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অফিস-আদালত, বাংক-বীমা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মকান্ড অব্যাহত রয়েছে। স্টক মাকের্টের লেনদেন ছিল স্বাভাবিক। এদিকে রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর, পল্লবী, উত্তরা, গুলশান ও বনানী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। তবে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের ডাকার টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও সতর্ক রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি র্যাবসহ সাদা পোষাকধারী গোয়েন্দা সদস্যরাও সক্রিয় রয়েছেন। তাঃ-০৫-১১-২০১৩