আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃ১৮ দলীয় জোটের অনির্দিষ্ট কালের সড়ক, নৌ, ও রেল পথ অবরোধ অব্যাহত থাকলেও আজ থেকে শুর“ হয়েছে ভোলায় অভ্যন্তরিন রুটে যান চলাচল। ১৮ দলীয় জোটের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করায় এ জনপদের আন্দোলন কিছুটা স্থমিত রয়েছে। স্বাভাবিক রয়েছে ভোলার সাথে ঢাকার নৌ চলাচলও তবে যাত্রী সংখ্যা আগের তুলনায় কিছুটা কম। বিরোধী দলীয় নেতা কর্মীদের ঢিলেঢালা অবরোধ আর নাশকতা এড়াতে প্রশাসনের ব্যবস্থা গ্রহনের আশ্বাসে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি। ভোলা থেকে অল্প কিছু দূরপাল্লার বাস চলাচল করছে। যানবাহন চলাচলে স্বস্থি প্রকাশ করেছে যাত্রীর।