জিনিউজ: মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
জোটের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আবারও হরতাল আহ্বান করেছে ১৮ দলীয় জোট।
রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের এক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই হরতালের ঘোষণা দেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন না দেয়ায় এ হরতাল ডাকে ১৮ দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থি আছেন-এনপিপি মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, খেলাফত মসলিশ মহাসচিব আহমদ আব্দুল কাদের, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদত হোসেন সেলিম, বেজেপির প্রেসিডিয়াম মেম্বার সালাহউদ্দিন মতিন, ডেমোক্রেটিক লীগের যুগ্ম-মহাসচিব খোকন চন্দ্র দাস, জাগপার যুগ্ম-মহাসচিব আসাদুর রহমান খান, ইসলামী এক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, জমিয়তে ওলামায়ে ইসলাম যুগ্ম-মহাসচিব মহিদ্দিন একরাম, কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল মালেক চৌধুরী, পিপলস লীগ মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।