ঢাকা প্র তিনিধি, জি নিউজ ঃ সাভারে রানা প্লাজায় ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জোট নেতাদের বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন এই নিমর্ম ও নিষ্ঠুর ঘটনার পেছনে মতাসীন দলের যুবলীগের স্থানীয় নেতা সোহেল রানা ও স্থানীয় সাংসদ তৌহিদ তালুকদার জং মুরাদ জড়িত রয়েছে। সাভারের ঘটনায় ব্যাপক প্রাণহানির জন্য আজ সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। এর প্রতিবাদ ও প্রাণহানির ঘটনায় প্রতিবাদে ২ মে সারাদেশে বাম দলগুলোর সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা আসে শনিবার দুপুরে। রাতে ১৮ দলীয় জোটের বৈঠকে শেষে ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, আগামী ৩০ এপ্রিল শোক দিবসও পালন করবে ১৮ দল। ওইদিন ঢাকাসহ জেলা-উপজেলায় শোক মিছিল করা হবে। এছাড়া ৪ মে ঢাকায় সমাবেশ করবে তারা। সমাবেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক শুরু হয় । শেষ হয় রাত পৌনে এগারটায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,এমকে আনোয়ার,ড. আবদুল মঈন খান ,জামায়াতে ইসলামীর আবদুল হালিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, প্রমুখ