দর্শকদের জন্য গ্রুপ পর্যায়ে টিকিটের দাম ৯০ ডলার রেখে টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। আর সাধারণ দর্শকরা টিকিট কিনতে পারবে সর্বনিম্ন ৩০ ডলারে। তবে বিশ্বকাপ আয়োজক দেশ ব্রাজিলের শিক্ষার্থীরা ১৫ ডলারে গ্রুপ পর্বের খেলাগুলোর টিকিট কিনতে পারবেন। আর ফাইনালের সবচেয়ে ভালো আসনে টিকিটের দাম ৯৯০ ডলার।
মঙ্গলবার ফিফার ওয়েবসাইটে টিকিট বিক্রির কথা জানানো হয়। ১০ অক্টোবর পর্যন্ত জমা পড়া আবেদনগুলোর মধ্যে লটারি করে টিকিট বরাদ্দ করা হবে।
এরপর ৩২টি দলের গ্রুপ পর্যায়ের ম্যাচ সূচি চূড়ান্ত হওয়ার পর আগামী ৮ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল।