স্পোর্টস ডেস্কঃ- পাকিস্তানের বিরুদ্ধে ২০১৫ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হোম সিরিজ খেলার চিন্তাভাবনা করছে বিসিবি। এর আগে সিরিজটি ওই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট শুরুর দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় সিরিজটি পিছিয়ে দেয়া হয়েছে। ২০১৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সর্বশেষ নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল ২০১০ সালের জানুয়ারিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১২ মাসের জন্য বাংলাদেশের ক্রিকেট দলের খেলার সূচি নির্ধারণের জন্য মঙ্গলবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চূড়ান্ত হওয়ার জন্য এসব সিদ্ধান্ত পরবর্তীতে বিসিবির বোর্ড মিটিংয়ে অনুমোদিত হতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ আশা করছে, আগামী জুনের মাঝামাঝি সময়ে ভারতের বিরুদ্ধে একটি তিন-ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারবে। এরপর ২টি টেস্ট, ৩টি ওডিআই ও ১টি টি-২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে আগস্ট মাসে। এরপর অক্টোবরে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলারও চিন্তাভাবনা বিসিবি’র রয়েছে। এরপর নভেম্বর-ডিসেম্বরে সর্বোচ্চ তিন টেস্টের সিরিজ খেলারও ইচ্ছা আছে বাংলাদেশের। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট।খবর-রেডিও তেহরান,বিশ্বকাপ শেষে এপ্রিলে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খেলার পর জুলাই পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সিরিজ খেলার কথা মাথায় রেখেছে বিসিবি।