জি নিউজ বিডি ডট নেট ঃ- ২ দিন স্থগিত রেখে ফের রোববার থেকে আবারও লাগাতার অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার রাতে এক ভিডিওবার্তায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক এ ঘোষণা দেন। ওসমান ফারুক বলেন, নেতাকর্মীদের মুক্তি ও প্রহসনের নির্বাচনের ফল বাতিল দাবিতে আবারো লাগাতার অবরোধ পালিত হবে। তিনি বলেন, জনগণের সুবিধার কথা চিন্তা করে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্র ও শনিবার স্থগিত করা হয়েছে। রোববার থেকে আবারও লাগাতার অবরোধ চলবে। উল্লেখ -দশম সংসদ নির্বাচন ঠেকাতে ১ জানুয়ারি থেকে সারাদেশে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ডাকে ১৮দলীয় জোট । প্রহসনের নির্বাচনের ফল বাতিল ও ভোটের দিন নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ১৮ দলের ডাকা হরতাল শেষ হয় বুধবার সন্ধ্যা ৬টায়। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ১৮ দল ভোট হয়ে যাওয়ার পর অবরোধ অব্যাহত রাখে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তাঃ- ১০ জানুয়ারি, ২০১৪