স্টাফ রিপোর্টার, জি নিউজ :বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ১৫৪জন নেতা-কর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা এবং গণহত্যা ও সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করছে জাতীয়তাবাদী দল বিএনপি। গত বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের সাথে খালেদা জিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই সব নেতা-কর্মীদের মুক্তিসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ২, ৮ ও ৯ এপ্রিল দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালনের সিন্ধান্ত হয় বৈঠকে। আজ শনিবার ব্রাহ্মনবাড়িয়া এবং আগামী ৩ এপ্রিল খালেদা জিয়া সাতক্ষীরা যাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। সেখানে তিনি সাঈদীর রায়ের পরে পুলিশ ও জামায়াত-শিবিরের সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভ?ূতি জানিয়ে তাদের নগদ অর্থ প্রদান করবেন। সাতক্ষীরা সফর শেষে ৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেত্রীর। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ ১৮ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পরই নতুন কর্মসূচি জনসম্মুখে ঘোষণা করা হবে। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলামের ৬ নেতা গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে আসেন। বিএনপির বৈঠক শেষে পৃথক আলোচনায় মহানবী (স.) কে কটাক্ষ ও অবমাননাকারী নাস্তিক বস্নগারদের শাস্তির দাবিতে আগামী ৭ ও ৮ এপ্রিল ঢাকা অবরোধ ও ঘেরাও কর্মসূচি ঘোষণার কথা জানিয়ে বিএনপির সাহায্য চায় হেফাজতে ইসলামের নেতারা। বেগম খালেদা জিয়া তাদেরকে সহায়তার আশ্বাস দেন বলে জানা গেছে।
জি নিউজ বিডি.নেট /শনিবার, ৩০ মার্চ ২০১৩