গাইবান্ধা প্রতিনিধিঃদেশনেত্রি প্রধানমন্ত্রি শেখ হাসিনা গত শনিবার গাইবান্ধায় সফরে এসে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-কুড়িগ্রামের চিলমারি খেয়াঘাটে ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার তিস্তা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন এবং সুন্দরগঞ্জ ৫০ শয্যার স্বাস্থ্য কমপে¬ক্সের উদ্বোধন করায় সুন্দরগঞ্জবাসি প্রধানমন্ত্রিকে অভিনন্দন জানিয়েছেন। দুটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করায় সন্ধ্যায় পাঁচপীর বাজারে আনন্দ মিছিল করেন এলাকাবাসি। ২০১৩ সালের শেষ নাগাদ একনেকের বৈঠকে তিস্তা সেতু প্রকল্পের বরাদ্দ পাশ করা হয়। চন্ডিপুর ইউনিয়নের প্রবীণ শিক্ষক ও হরিপুর-চিলমারি খেয়াঘাটের উপর সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক আ.ব.ম শরিয়তউল্যা মাস্টারের দাবির মুখে ২০১৩ সালের প্রথম নাগাত স্থানিয় এমপি ও তত্ত¡বধায়ক প্রকৌশলী (প্রশাসন) শহিদুল ইসলাম প্রামাণিক সরেজমিন পরিদর্শন করে ওই স্থানে সেতু নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন। গাইবান্ধায় এসে প্রধানমন্ত্রি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করায় এলাকাবাসি তাকে অভিনন্দন জানিয়েছে। এদিকে ৪ দলিয় জোট সরকারের আমলে নির্মিত উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপে¬ক্সটির উদ্বোধন করায়ও প্রধানমন্ত্রিকে অভিনন্দন জানিয়েছে উপজেলাবাসি। উপজেলা আ’লীগ সেক্রেটারী গোলাম মোস্তফা আহম্মেদ জানান, জননেত্রি শেখ হাসিনা সুন্দরগঞ্জে না এসেই সুন্দরগঞ্জবাসির দীর্ঘ দিনের দুটি স্বপ্ন বাস্তবায়ন করে গেছেন। এজন্য আমি উপজেলাবাসির পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ অভিনন্দ জানাচ্ছি। সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক শরিফতউল্যা মাস্টার জানান, আমার দীর্ঘ দিনের স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনা বাস্তবায়ন করায় আমি উপজেলাবাসির পক্ষ থেকে হৃদয়িক অভিনন্দন জানাচ্ছি।