এলিজাবেথ কে জড়িয়ে চুম্বন করছেন তার ভক্ত জুলিয়া ভারতী
অনলাইন ডেস্ক:- স্বপ্ন-সুন্দরীর ঠোঁটে একবার চুম্বন দেওয়ার জন্য ৫০হাজার পাউন্ড খরচ করেছেন একজন সাধারণ মানুষ। আর সে খরচটা অবশ্য অভিনেত্রী এলিজাবেথ হার্লির জন্য। তাকে চুম্বন করার জন্য এই বিপুল পরিমান অর্থ খরচ করেছেন জুলিয়া ভারতী নামের এই ব্যক্তি।
এলিজাবেথ কে জড়িয়ে চুম্বন করছেন তার ভক্ত জুলিয়া ভারতী.
৪ সেপ্টেম্বর রাতে ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী গায়ক এলটন জনের একটি সেচ্ছা সেবী সংস্থার অনুষ্ঠানে গিয়ে ছিলেন। সেখানেই ঘটে এই ঘটনা। ইংল্যান্ডের বার্কশা য়ারে অনুষ্ঠিত এই বিশেষ পার্টিতে ভারতী এলিজাবেথের কোমড় জড়িয়ে ধরে তাকে চুম্বন করেন। এলিজাবেথ বর্তমানে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ডেভিড ইয়ারোর সঙ্গে প্রেম করছেন। সূত্র : ইন্টারনেট