৯৬ শিশু-কিশোরকে সেনাবাহিনী থেকে মুক্ত করেছে- মিয়ানমার

dbrt18আন্তর্জাতিক ডেস্ক :-  মিয়ানমারের সশস্ত্র বাহিনী থেকে ৯৬ জন শিশু ও কিশোরকে মুক্ত করা হয়েছে। জাতিসংঘ আজ (শনিবার) এ খবর দিয়ে বলেছে, সাবেক সামরিক জান্তা পরিচালিত মিয়ানমারের সেনাবাহিনীতে শিশুদের ব্যবহার বন্ধের পথ সুগম হল। মিয়ানমারের কথিত সংস্কারপন্থী সরকার ২০১২ সালের জুন মাসে জাতিসংঘের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করার পর এই প্রথম একত্রে এত বেশি সংখ্যক শিশু-কিশোরকে সেনাবাহিনী থেকে মুক্ত করা হল। এ নিয়ে গত ১৮ মাসে ২৭২ জন শিশু-কিশোর মিয়ানমারের সেনাবাহিনী থেকে মুক্তি পেল। সংবাদদাতারা বলছেন, দেশটির সেনাবাহিনী শিশুদের নিয়োগ করা কমিয়ে দিলেও পুরোপুরি বন্ধ করেনি। জাতিসংঘ এ বিবৃতিতে মিয়ানমারের সশস্ত্র বাহিনী থেকে একত্রে ৯৬ শিশুর মুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছে। মিয়ানমারে এখনও ঠিক কত শিশু সৈনিক রয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে সেনাবাহিনীর হাতে এসব শিশু সৈনিকের ওপর নির্যাতন চালানোর ব্যাপক অভিযোগ রয়েছে। সূত্র-রেডিও তেহরান, তাঃ- ১৯ জানুয়ারী ২০১৪  #

 

Exit mobile version