অক্টোবরে ইসরাইলি বাহিনীর গুলিতে ৭২জন শহীদ ২৬১৭জন আহত

ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত পাঁচ ফিলিস্তিনির লাশ নিয়ে বিক্ষোভ করছে ফিলিস্তিনের মানুষ। ছবিটি গত মাসের ৩১ তারিখের।

আন্তর্জাতিক ডেস্কঃ- অধিকৃত ফিলিস্তিনে অক্টোবর মাসে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৭২ জন শহীদ ও ২৬১৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। বর্বর ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে তাজা এবং রাবার গুলি ব্যবহার করেছে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা।

 রেড ক্রিসেন্টের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা মা’য়ান। এতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনে ৭৬০ জনের বেশি তাজা গুলিতে এবং ১,৮৫৭ জন রাবার মোড়া ইস্পাতের বুলেটে আহত হয়েছেন। 

 এছাড়া, কাঁদানে গ্যাসে দগ্ধ হওয়া, অতিমাত্রায় কাঁদানে গ্যাসের হামলাসহ বিভিন্নভাবে অন্তত ৫,৬৪৫ ফিলিস্তিন আহত হয়েছেন।  

পূর্ব আল-কুদসে (জেরুজালেম) আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের ঢোকার ওপর আগস্টে বিধি-নিষেধ আরোপ করে ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষ। আর একে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে অধিকৃত ফিলিস্তিনে উত্তেজনা তুঙ্গে রয়েছে।

 একই উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি মাসও। অবরুদ্ধ গাজা উপত্যকার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, গতকালও একটি শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষে আরো দুই ফিলিস্তিনি আহত হয়েছে। খবরঃরেডিও তেহরান, এ ছাড়া, চলতি মাসের প্রথম দিনই পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি।

Exit mobile version