অধিনায়কত্ব ভাগ করল বাংলাদেশও: ওয়ানডে ও টেস্টে আলাদা ক্যাপ্টেন
জি-নিউজ
স্পোর্টস ডেস্ক:- ওয়ানডে ও টেস্টের অধিনায়কত্ব ভাগ করে দেয়ার দলে সর্বশেষ দেশ হিসেবে যোগ দিল বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজাকে একদিনের আন্তর্জাতিক দলের এবং মুশফিকুর রহীমকে টেস্ট দলের অধিনায়ক করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
আগামী মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে দুই দলে দু’জন অধিনায়ক পাবে বাংলাদেশ। সেইসঙ্গে সাকিব আল হাসানকে ওয়ানডে এবং তামিম ইকবালকে টেস্ট দলের ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হয়েছে। সাকিব আল হাসান শাস্তি কাটিয়ে সম্প্রতি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
২০১১ সালের সেপ্টেম্বর মুশফিকুর রহীমকে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। ২০১৪ সালে বাংলাদেশ এ পর্যন্ত ১৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেও একটিতেও জিততে পারেনি মুশফিক বাহিনী। এ অবস্থায় তাকে একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হলো।
এদিকে ২০১০ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।খবর:রেডিও তেহরান, কিন্তু এরপর ইনজুরি সমস্যার কারণে টানা কয়েক বছর তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারেননি।