অনলাইন ডেস্ক :- ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লেগে ২৬ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে নয়জন। বেসরকারি টেলিভিশন এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ (শনিবার) ভোররাত ৩টা ১৫ মিনিটে অন্ধ্র প্রদেশের অনন্তপুরম জেলায় বেঙ্গালুরু-নান্দেড় এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ট্রেনের বাকি দু’টি এসি কামরায় আগুন ছড়িয়ে পড়ে৷ ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন৷ ট্রেনটি রাত পৌনে ১১টায় ব্যাঙ্গালোর থেকে মহারাষ্ট্রের নান্দেড়ের উদ্দেশে রওনা হয়। দুর্ঘটনার সময় ট্রেনের ১৬৫৯৪ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে মোট ৬৪ জন যাত্রী ছিল। আগুন লাগার পর বেশ কিছু যাত্রী বেরিয়ে আসতে সক্ষম হলেও ২৬ জন বিষাক্ত কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি রেলওয়ে কর্তৃপক্ষ ও অন্ধ্রের প্রাদেশিক সরকারকে আহত ও নিহতদের পরিবারদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই অন্ধ্রের রেলমন্ত্রী এম মালিকার্জুন খার্গে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি # খবর রেডিও তেহরান এর