আগামী বৃহস্পতিবার মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষরী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে । বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, মিয়ানমারের মংডুতে ২৫ জুন এ বৈঠকের মাধ্যমেই রাজ্জাককে ফেরত দেবে মিয়ানমার।
প্রসঙ্গত, গত ১৭ জুন মঙ্গলবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র। ওই সময় বিজিপি সদস্যরা নায়েক আব্দুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায়।
অবশ্য এ ঘটনার পরপরই বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জআমান খান কামাল বলেছিলেন বিজিবি ও বিজিপির মধ্যকার গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি। তাকে শিগগিরই দেশে ফেরত আনা হবে।