অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেকি আনন্দে আত্মহারা হয়ে আছে- মির্জা ফখরুল

জি নিউজ বিডি ডট নেট ঃ– অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একতরফা ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে জয়ের মেকি আনন্দে আত্মহারা হয়ে আছেন। তার স্বভাবসুলভ দাম্ভিকতায় আবারো প্রমাণিত হয়েছে তিনি জনমত ও আন্তর্জাতিক মতামতের তোয়াক্কা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে সাংবাদিকরেদর বলেছিলেন, কোনো চাপের কাছে, সেটা দেশী হোক অথবা বিদেশী, তিনি নতি স্বীকার করেননি, করবেন না। মির্জা ফখরুল এর প্রতিক্রিয়ায় বলেন এই কথা উচ্চারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রকৃত মানসিকতা প্রকাশিত হয়েছে। জনগণের মতামতকে উপেক্ষা করে তিনি একতরফা ভোটার বিহীন প্রহসনের নির্বাচনে জয়ের মেকি আনন্দে আত্মহারা হয়ে আছেন। স্বভাবসুলভ দাম্ভিকতাপূর্ণ উক্তির মাধ্যমে আবারো জাতিকে তিনি জানিয়ে দিলেন দেশের জনমতকে, আন্তর্জাতিক মতামতকে তিনি তোয়াক্কা করেন না। ভোটের অধিকার হরণ করে, দমন-পীড়নের মধ্য দিয়ে জাতিকে আবারও তিনি চরম অনিশ্চয়তা, অস্থিতিশীলতার গভীর অন্ধকারে নিক্ষেপ করতে চানতিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো ব্যর্থ হয় না। তথাকথিত সাজানো একতরফা নির্বাচন দেশে-বিদেশে প্রত্যাখ্যত হয়েছে। জনগণের বিজয় সুচিত হয়েছে। আওয়ামী লীগ ছলচাতুরি করে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতায় যেতে পারে কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। তিনি বলেন, একটি কার্যকরি সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো ছাড়া সঙ্কট উত্তরণের কোনো পথ নেই। আর এটা যত দ্রুত হয় ততই দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে।দাম্ভিকতা পরিত্যাগ করে সকল দলের অংশগ্রহণেনির্দলীয় সরকারের অধীনে অতি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেই কেবলমাত্র টলমান ভয়াবহ সঙ্কট থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তাঃ-১৪ জানুয়ারি ২০১৪

 

Exit mobile version