একজন মুখপাত্র বলছেন ৫৯জন পুরুষ, আটজন মহিলা এবং চারজন শিশু সবাই সিরিয়ার নাগরিক এবং দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
‘পরিত্যক্ত লরি থেকে ৭১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে একটি শিশুর বয়স এক থেকে দুই বছর।
সন্দেহভাজন তিন ব্যক্তিকে হাঙ্গেরিতে আটক করা হয়েছে – এদের মধ্যে দুজন বুলগেরিয়ান- এরাই লরিটির চালক ছিল।
লরিটি হাঙ্গেরির এবং সেটি বুধবার অস্ট্রিয়াগামী মহাসড়কে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়া হয়েছিল।
মৃতদেহগুলো এতটাই পচেগলে গেছে যে তদন্ত শুরু করার আগে লরিটিকে শুল্কবিভাগের হিমঘরে টেনে নিয়ে যাওয়া হয়েছে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন এর প্রতিক্রিয়ায় বিস্ময় ও সহানুভূতি জানানো এখন আর যথেষ্ট নয়, মানব পাচার মোকাবেলায় এখন কঠোর পদেক্ষপ নেওয়া প্রয়োজন।
স্থানীয় পুলিশ প্রধান বলেছেন লরি থেকে উদ্ধার করা নথিপত্র থেকে তারা ধারণা করছেন ওই লরিতে সিরীয় শরণার্থীদের একটি দল ছিল।
প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে লরির কোনো দিক থেকেই নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা ছিল না, কাজেই ভেতরের লোকদের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।খবরঃ বিবিসি বাংলা