আঃ লীগ ক্ষমতায় না থাকলে,কামরুল তো দুরের কথা মায়ারও খবর থাকবে না-আবদুস সালাম

a sa 27জি নিউজঃ- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সরকার দলীয় নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আমরা আওয়ামী লীগকে ভয় পাই না। পুলিশ ও র্যা ব উঠিয়ে দিয়ে দেখেন কারা শক্তিশালী; তখন বোঝা যাবে কাদের শক্তি কত। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নয়াপল্টন ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন পুলিশ দিয়ে বাহাদুরী করবেন না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এসব হাসান হোসেনদের খবর পাওয়া যাবে না। কামরুল তো দুরের কথা মায়ারও খবর থাকবে না।’আবদুস সালাম আরও বলেন, ‘বিএনপি কর্মসূচি দিলে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যায়। তাই সভা সমাবেশ করার জন্য যদি অনুমতি না দেয় তাহলে এক জায়গায় না অন্য জায়গায় করা হবে। তাই বলে কি আমরা ঘরে বসে থাকবো। তা থাকবো না। আমরা সভা সমাবেশ করবো।’তিনি বলেন, ‘ঢাকা শহরের যেখানে জায়গা দেবেন সেখানে আমরা সমাবেশ করবো। যদি আপনাদের পার্টি অফিসের সামনেও সমাবশে করার অনুমতি দেন সেখানে গিয়েও আমরা সমাবেশ করে আসবো। যদি ঢাকা শহরে মিছিল করার অনুমতি না দেন তাহলে রাজপথে বসে যাবো। তখন কিভাবে সবাইকে জেলে নেবেন? দেখি কতজনকে জেলে নিতে পারেন। আমরা সবাই জেলে যেতে প্রস্তুত রয়েছি।’আবদুস সালাম বলেন, ‘যারা কমিটিতে আছেন তাদের কর্মসূচি পালন করতে হবে। এটা খলেদা জিয়ার নির্দেশ। যারা কর্মসূচি পালন করবে কেবল মাত্র তাদের প্রেস রিলিজ যাবে। তাছাড়া অন্য কারও নাম যাবে না।’তিনি বলেন, ‘আমাদের রাজপথে নামতে হবে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না। তাই আমাদের বাধা দিলেও আমরা আন্দোলন করে যাবো।’ওই যৌথসভায় উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ, সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সাবেক কমিশনারবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও মহানগর অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।

Exit mobile version