আন্তর্জাতিক ডেস্ক:- রোজা না রাখায় সিরিয়ায় দুই কিশোরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। তবে বিজ্ঞ আলেমরা রোজা না রাখার অপরাধে এ ধরনের চরম শাস্তির কঠোর বিরোধিতা করেছেন।
সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আব্দুর রহমান বলেছেন, সিরিয়ার দির আয-যোর প্রদেশের মায়াদিন শহরে ঐ দুই কিশোরের ফাঁসি কার্যকর করা হয়। যে দুই কিশোরকে ফাঁসি দেয়া হয়েছে তাদের গায়ে প্লাকার্ড ঝুলিয়ে দিয়েছিল আইএসআইএল জঙ্গিরা। প্লাকার্ডে লেখা ছিল- ‘কোনও ধর্মীয় যুক্তি ছাড়াই তারা রোজা ভেঙেছিল’। তিনি বলেন, দুপুরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর সন্ধ্যা পর্যন্ত তাদের মৃতদেহ সেখানেই ঝুলিয়ে রাখা হয়।
কয়েক জন বিজ্ঞ আলেম এ হত্যাকাণ্ড সম্পর্কে বলেছেন, আইএসআইএল’র এ ধরনের পদক্ষেপই প্রমাণ করে তারা ইসলাম ধর্মকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। ইসলাম ধর্মে রোজা না রাখার অপরাধে ফাঁসি দেয়ার বিধান নেই বলেও তারা মন্তব্য করেছেন। খবর:রেডিও.তেহরান, তাদের মতে, ইসলাম ধর্ম সম্পর্কে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে দিতেই এ ধরনের কাজ করা হচ্ছে এবং এটিও শত্রুদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।