আইএসআইএল’র সঙ্গে ইরাকি সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে

আন্তর্জাতিক ডেস্ক:- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল  লড়াই অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনী এবং স্থানীয় উপজাতীয়দের সহযোগিতায় সেনাবাহিনী আল-ধুলুইয়া শহরের পাশ্ববর্তী এলাকায় আইএসআইএলের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে।

 দুই মাসেরও বেশি সময় ধরে আল-ধুলুইয়া ও পাশ্ববর্তী এলাকা নিয়ন্ত্রণ করছে আইএসআইএল। চলতি সপ্তাহের  প্রথম দিকে সেনাবাহিনী  আল-ধাবেতিয়ার একটি কৌশলগত এলাকা দখলমুক্ত করার ঘোষণা দেয়। এছাড়া রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত জুরফ আল-সাখার শহর ও এর আশপাশে আইএসআইএলের অবস্থানে ব্যাপক বোমা হামলা চালিয়েছে সেনাবাহিনী।

 এদিকে, কুর্দি পিশমার্গ বাহিনীও  আরবিল থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গাউয়ের জেলায় আইএসআইএলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।খবর:রেডিও তেহরান

Exit mobile version