বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, বিএনপি কোনো সু-সংগঠিত দল নয়। এদের পায়ের তলায় মাটি নেই। তাই তারা বার বার আন্দোলনের ঘোষণা দিয়েও আন্দোলনে নামতে পারছে না। তাছাড়া নিজেদের ঘরই তাদের অগোছালো। বিএনপি প্রধান ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা তা মানতে পারছে না দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা বিক্ষুব্ধ হয়ে উঠছে। এ কারণে সেটা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিএনপি নেত্রী। গতকাল শনিবার সকালে রংপুরে এক সমাবেশে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ আরও বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাদের জনপ্রিয়তা দিন দিন কমছে। দেশের অবস্থা ভালো নয়, মানুষও ভালো নেই। সন্ত্রাস দুর্নীতি ও দলীয় করণে দেশ ছেয়ে গেছে। এর বিপরীতে জনগণের কাছে প্রয়োজন জাতীয় পার্টি। এ সুযোগে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পাটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে জন্য দলকে সংগঠিত করতে হবে। সংগঠিত করতে পারলে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বলেও জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের টার্গেট ১৫১ আসন। মানুষ দুই দলের কাছ থেকে মুক্তি পেতে চায়। আগামী নির্বাচনে আমরা ভালো করতে চাই।
নিজ শাসনামল তুলে ধরে এরশাদ বলেন, আমি ৯ বছর দেশে শাসন করেছি। আমার সময়ে হানাহানি, হত্যা, গুম ছিল না। আর এখন গুম-হত্যা ও হানাহানির কারণে জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না।
এ সময়, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব এইচএম শাহরিয়ার আসিফ, মহানগর সদস্য সচিব এসএম ইয়াসিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।