আগামীকাল তোবা শ্রমিকদের বিক্ষোভঃ চলছে অনশন

toba-onoson1  জি নিউজ অনলাইনঃ- তোবা গ্রুপের ৫টি কারখানার শ্রমিকেরা আগামীকাল শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। অনশনরত শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতার দাবিতে এই বিক্ষোভ করবেন । গত ২৮ জুলাই থেকে এসব কারখানার দেড় হাজারের বেশি শ্রমিক বেতন-ভাতার দাবিতে অনশন করে যাচ্ছেন।গতকাল শুক্রবার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।গত সোমবার থেকে এ সংগঠনটি অনশনরত শ্রমিকদের মঙ্গে একাত্নতা প্রকাশ করেছে।মিশু বলেন, ইতোমধ্যে আমরা ‘তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি’ গঠন করেছি। এ কমিটি শ্রমিকদের অধিকার আদায়ে আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশে সমাবেশ করবে। পর্যায়ক্রমে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।মিশু আরও বলেন, ‘শ্রমিকেরা পাঁচ দিন ধরে অনশন করছে। আর বিজিএমইএ আরও সাতদিন সময় লাগবে বলে পরিহাস করছে। বিজিএমইএ নেতারা তোবার মালিক দেলোয়ারকে জামিনে মুক্ত করতে তৎপরতা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের দিকে তাকাচ্ছেন না।’গতকাল বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমইএ) ৭ দিনের মধ্যে আংশিক বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। তবে তা শ্রমিকেরা প্রত্যাখ্যান করেছেন। সরকার ও মালিকপক্ষ কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় বিক্ষোভ কর্মসূচি ডাকতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকনেতারা।তোবার শ্রমিকরা বলেন, ‘বিজিএমইএর এসব আশ্বাসে আমরা বিশ্বাস করি না। এর আগেও তারা বারবার আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা বেতন পাইনি। এখন আরও সাত দিনের কথা বলা হচ্ছে। তাহলে কি আমরা না খেয়ে মরব? আর তারপর সরকার ও বিজিএমইএ নেতারা আসবেন।গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ছাড়াও সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চাসহ প্রগতিশীল ১১টি সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে তোবার শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।উল্লেখ্য, অনশনরত শ্রমিকদের মধ্যে বর্তমানে প্রায় ১০০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কারখানার ভেতরে অনশনরত অন্য শ্রমিকদের সঙ্গে মিশুকেও স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

 

Exit mobile version