আগামী মাসের মধ্যে ডলার সংকট দূর হয়ে যাবে : সালমান এফ রহমান

অনলাইন ডেস্কঃ- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী মাসের মধ্যে ব্যাংকগুলোতে বিদ্যমান ডলার সংকট দূর হয়ে যাবে।
গতকাল শনিবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে জিনিসগুলো আমাদের আমদানি করা প্রয়োজন, সেগুলো রমজানের আগেই আমদানি করা হবে। রমজানে আমাদের কোনো সমস্যা হবে না।’
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে। আমদানি করতে গিয়ে আমাদের দেশের (অর্থনীতিতে) ওপরেও চাপ পড়েছে।
সালমান এফ রহমান বলেন, ‘তারপরও আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম মূল্যে বিক্রি করছি। এতে অন্তত চার থেকে পাঁচ কোটি মানুষ উপকৃত হওয়ায় বড় কোনো সমস্যা থাকবে না।’সূত্র : ইউএনবি

Exit mobile version