আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা- এপ্রিলের শুরুতেই এইচএসসি

জি নিউজ বিডি ডট নেটঃ- আগামী এপ্রিলের প্রথম দিন থেকেই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর প্রস্তুতি নিয়ে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি এইচএসসি পরীক্ষার রুটিন চুড়ান্ত করার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান। তিনি গ রবিবার এ কথা বলেন। তিনি বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কয়েকদিন বিলম্বে। তাই বলে এইচএসএস ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সম্ভবনা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা ঘোষিত সময়ের মধ্যে সমাপ্ত করা গেলে এইচএসসি’র সময়সূচীতে পরিবর্তন আনার বা পিছিয়ে  দেয়ার প্রয়োজন হবে না। এ ছাড়া শিক্ষা  মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী কয়েক দিনের মধ্যে আরো শান্ত হয়ে আসতে পারে। সে ক্ষেত্রে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সময়মতই শেষ হবে। উল্লেখ্য, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ফেব্র“য়ারি মাসের ৯ তারিখ থেকে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। ১৭ মার্চ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু করে ২২ মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছে ঘোষিত রুটিনে। ফলে পরে আরেকটি পাবলিক পরীক্ষা শুরুর আগে পর্যাপ্ত সময় পাওয়া যাবে। সে ক্ষেত্রে ১ এপ্রিল থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে সমস্যা হবে না। সূত্র- ওয়েবসাট তাঃ-১৩ জানুয়ারি ২০১৪

 

Exit mobile version