শফিকুল ইসলাম ,সিনিয়র রিপোর্টার: শ্রীপুর পৌর গড়গড়িয়া মাস্টার বাড়ী বাজারে তাং-১৭/০৪/১৪ইং সন্ধ্যা ০৬টার দিকে গ্যাস লাইন ফেটে আগুন লেগে পুড়ে যায় দোকান পাঠ সহ মসজিদ। আগুন লাগার কিছুক্ষণ আগে গ্যাস লাইনের পাইপ বিকট শব্দে ফেটে গ্যাস বেরুতে থাকে। কিছুক্ষণ পর আগুন জ্বলে উঠে ভয়ানক আকাঁরে। আগুন গর্জন দিয়ে ছড়িয়ে পড়ে তিন দিকে। পশ্চিমে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থাকায় আগুন পশ্চিমে বাড়তে পারেনি। আগুনের বিকট গর্জন ও তাপ থাকায় কাছে কেউ যেতে পারেনি। স্থানীয় ও উপস্থিত সকলে মিলে আগুন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালিয়ে যেতে থাকে প্রায় এক ঘন্টা যাবৎ। এক ঘন্টা পর ফয়ার সাভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিজ দোকানের মালামাল ও উদ্ধার কার্জ করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন ও দুই জনের অবস্থা গুরুত্বর। এদিকে জোবায়ের স্পিনিং মিলের বাহিরে থাকা কিছু সংখ্যক দুষ্ট শ্রমিক ফ্যাক্টরী ছুটির দাবি করে ভাংচুর শুরু করে। সিকিউরিটি কক্ষ, ভিতরে থাকা মাইক্রোবাস সহ অনেক কিছু ভাংচুর করে। এলাকাবাসীর প্রতিবাদ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতি থাকায় পরিস্থিতি শান্ত হয়। এলাকাবাসী মন্তব্য করেন যে, কিছু সংখ্যক দুষ্ট প্রকৃতির শ্রমিক আছে যারা যে কোন বিষয়কে কেন্দ্র করে রাস্তায় গাড়ি ও ফ্যাক্টরী ভাংচুর করে। মূলত চাকরী তাদের পেশা নয়। দেশ ও জাতির ক্ষতি করাই তাদের উদ্দেশ্য। এদেরকে সনাক্ত করে সাজা দেওয়া উচিত। এরা শ্রমিক নামধারী এক শয়তানি চক্র।