জানা গেছে, উপজেলার রাংতা গ্রামের আবুল কাশেম শেখের দুই কামাল ও সালামের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে কামালের স্ত্রী জাহানারা বেগম মামলা দায়ের করলে দেবর জামালকে উপজেলা হাসপাতাল চত্বর থেকে শুক্রবার রাতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করেছে। শনিবার তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। একই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দুই সহোদর কামাল ও সালামের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত কামালকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।