অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন শিক্ষার্থী। শতভাগ পাশ করেছে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়গুলো হল- গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ২৮টি, আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ে ২৪টি, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় ১৭টি, আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী ১২টি, রাংতা মাধ্যমিক বিদ্যালয় ৯টি, আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ৯টি, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ৭টি, রত্নপুর মাধ্যমিক বিদ্যালয় ৫টি, বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় ৫টি, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ৪টি। কারিগরী শাখায় আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ে ৬টি জিপিএ-৫সহ মোট ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া শতভাগ পাশ করেছে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়, বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়, রতœপুর মাধ্যমিক বিদ্যালয়, বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়। জিপিএ-৫ পাওয়ায় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিজয় উল্লাস করেছে। উপজেলা সদরের মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য দেখা গেছে উপ্চে পরা ভিড়।