আগৈলঝাড়া দু:স্থ মানবতার হাসপাতালে ভুয়া ডাক্তারের ছড়াছড়ি : পুলিশের নিস্ফল অভিযান

agali‘দু:স্থ মানবতার হাসপাতাল’’ নামের মধ্যেই দু:স্থদের সেবা করার প্রয়াস ফুটে উঠলেও তার বাস্তব চিত্র ভিন্ন। বরিশালের আগৈলঝাড়ায় নামসর্ব¯ এই হাসপাতালে ভূয়া ডাক্তারের ছড়াছড়ি। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জনরোষ থেকে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছে ডা. নৃম্ময় বিশ্বাস নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তার (গাইনী-অবস) পিজিটি (এনেস্থিসিয়া) কে।
হাসপাতালের ম্যানেজার রুস্তুম আলী রাঢ়ী জানান, দু:স্থ মানবতার হাসপাতলটি যাত্রা শুরু করে ২০১১ সালের জুলাই মাসে। যার রেজিস্ট্রেশন নং-৩৪৫৮(২/৫/১৩) বর্তমানে হাসপাতালে ২ জন এমবিবিএস ডাক্তার, মেডিকেল এসিসট্যান্ট ১ জন, ডিপ্লোমা নার্স ২ জন, শিক্ষানবীশ নার্স ৪ জনসহ ৯জন চিকিৎসা সেবায় কর্মরত ছিল। এরই মধ্যে ডা. নৃম্ময় বিশ্বাস নামের এক ভূয়া এমবিবিএস ডাক্তার (গাইনী-অবস) পিজিটি (এনেস্থিসিয়া) গতকাল দুপুরে জনরোষ থেকে পালিয়ে গেছে। কর্তৃপক্ষ তাকে পালাতে সাহায্য করেছে বলে রোগীর স্বজনদের অভিযোগ। ওই ডাক্তারের এমবিবিএস সনদ নং- ২৬২৩৭। ওই ডাক্তার নিজেকে মাগুরা জেলার বাসিন্দা বলে পরিচয় দিলেও হাসপাতালের অফিসে তার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, ডা. নৃম্ময় বিশ্বাস নামের আসল ব্যাক্তি কক্সবাজারের একটি এনজিওতে বর্তমানে চাকুরি করছে। ওই ডাক্তারের সনদ জাল করে গত ১৪ মাস যাবৎ অসহায় মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাকে বেতন দেয়া হত ১ লাখ ২৫ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান হাসপাতালের বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়েও পাননি ভুয়া ডাক্তার নৃম্ময়কে। এসময় তার সাথে পুলিশের কথিত সোর্সরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে হাসপাতালের পক্ষ হয়ে পুলিশ ও সাংবাদিকদের সাথে কথা বলেন। তবে পুলিশ ওই ডাক্তারের কিছু আলামত সংগ্রহ করেছে। তাতে তার বাড়ি টাঙ্গাইল বলে প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে। অবরোধকারীরা অভিযোগ করেন, পুলিশ আসার খবর পেয়ে কর্তৃপক্ষ পেছনের দরজা দিয়ে তাকে পালাতে সাহায্য করেন। এর আগেও আনিস নামের একজন ভুয়া মেডিকেল অফিসার ওখানে কর্মরত ছিল। বর্তমানে সে সদর বাজারে প্রবেশের ব্রিজের সাথে চে¤^ার করে বসেছেন। অভিযোগ রয়েছে, ওই হাসপাতালে অনভিজ্ঞ ও ভুয়া নার্স ও ভুয়া ডাক্তারদের কারণে সিজারিয়ান রোগীদের অনেকে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পরেছে। গতকালও এক রোগীর সিজার করার পরেই তাকে ফেলে পালিয়ে গেছে ওই ভুয়া ডাক্তার নৃম্ময় বিশ্বাস। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী থাকলেও তারা ওই ভুয়া ডাক্তারের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। ম্যানেজার জানান, তাকে নিয়োগ দিয়েছে আমেরিকা প্রবাসী মালিক জুবায়ের হোসেন।

Exit mobile version