জি নিউজ ঃ-আজ ২৪ জুন পবিত্র শবে বরাত,রবিবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ না দেখা যায়নি বলে জাতীয় চাঁদ কমিটির বৈঠক শেষে রাতে এ ঘোষণা দেয়া হয়। এ রাতে বান্দারা মহান আল্লাহ তায়ালার কাছ থেকে মার্জনা লাভ করে থাকেন। এ কারণে এ রাতকে ‘লাইলাতুল বারাত’ বা শবেবরাত বলা হয়। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবেবরাত পালিত হয়। এ ব্যাপারে কোরআন শরিফে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও হাদিস শরিফে এটাকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য শাবানের রাত্রি নামে অভিহিত করা হয়েছে। বিশেষ পছন্দনীয়। আল্লাহ পাকের নৈকট্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় শবেবরাত। আর পক্ষকাল পরেই আসবে মাহে রমজান। উল্লেখ্য, ইসলাম ধর্মে এ মহিমান্বিত রজনীকে ‘ভাগ্য রজনী’ বলে মনে করা হয়। তাই বিশ্ব মুসলিম উম্মাহ নফল ইবাদত, জিকির-আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাতটি অতিবাহিত করে থাকেন।