জানা যায়, এর আগে বেতন ভাতা বৃদ্ধি ও কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করের পর আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়ায় বিক্ষোভরত শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। তারা কয়েকটি কারখানায় ইট ছোড়ে এবং ভাংচুরের চেষ্টা চালায় বলে পুলিশ জানিয়েছে। লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশকিছু শ্রমিক আহত হয়েছে।
তারও আগে একই দাবিতে রবিবারও আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে শতাধিক কারখানায় ছুটি দেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বিকালে সংবাদ সম্মেলন ডেকে বিজিএমইএ এবং বিকেএমইএ তাদের কারখানা বন্ধের ঘোষণা দেয়।