জি নিউজ ঃ- সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে [এইচএসসি] উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপনকালে এসব পরিসংখ্যান দেয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে নিয়ে এসব তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ৫ জুন। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে চলবে ১৬ জুন পর্যন্ত। এদিকে ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে ১০টি বোর্ডের অধীনে মোট ছাত্র সংখ্যা ৬ লাখ ৬ হাজার ২৯৩ এবং ছাত্রী ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন। ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৫টি বিদেশি কেন্দ্রে থেকে ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবেন। সংবাদ সম্মেলনে এবারও ৬০ দিনের মধ্যে ফলাফল দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ।এছাড়া শিক্ষামন্ত্রী নাহিদ আরও জানান, উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এ বছর বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ এবং কম্পিউটার শিক্ষা বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা দিবে। সৃজনশীল রচনামূলক প্রশ্নে ৬০ নম্বর এবং বহু নির্বাচনী (অবজেকটিভ) প্রশ্নে ৪০ নম্বর থাকবে। সৃজনশীল রচনামূলক প্রশ্নে দুই ঘণ্টা ১০ মিনিট, উত্তরপত্র গ্রহণ ও ও এমআর বিতরণের জন্য ১০ মিনিট এবং বহু নির্বাচনীর জন্য ৪০ মিনিট বরাদ্দ থাকবে।