স্পোর্টস ডেস্ক:- জিততে যেন ভুলেই গেছে বাংলাদেশ। মাঝে মাঝে আশা জাগিয়েও নিভে যায় প্রদীপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচে জয়ের আশা জাগিয়েও জিততে পারেনি টাইগাররা। জয় যেন অধরাই থেকে যাচ্ছে। টানা ১০ ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরো একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রেনাডার ন্যাশনাল পার্কে এ ম্যাচটি স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলা। জয়ের প্রত্যাশা নিয়েই আজ মাঠে নামছে মুশফিক বাহিনী।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হলেও আজ দু’দলই খেলবে ফাইনালের আমেজে। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আর কোনো ম্যাচে হারের অর্থ সিরিজ হাতছাড়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আজ জিতলে সিরিজ হবে তাদেরই। ফলে দু’দলেরই কাছে আজ বাঁচা-মরার লড়াই। কিন্তু আজ কি সেই প্রত্যাশিত জয় পাবে বাংলাদেশ?
মুশফিকরা যে দিন খেলেন, সে দিন নাকি কোন শক্তিই বাধা হতে পারে না। সে দিনটা কবে আসবে। দীর্ঘ দিন থেকেই ওই দিনটারও অপেক্ষা দেশের অগণিত ক্রিকেটপ্রেমীর। কিন্তু কাঙ্ক্ষিত পারফরম্যান্সই যে হচ্ছে না তাদের কোনো ম্যাচে। এক ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করেন তো অন্য ম্যাচে বোলাররা। তবে তুলনামূলক ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছেন।
প্রথম ম্যাচে ২১৭ রান করে বাংলাদেশ। যার মধ্যে ১০৯-ই ছিল এনামুল হক বিজয়ের। ব্যাট হাতে অন্য সবাই ব্যর্থ। কিন্তু ২১৭ রান নিয়ে ওয়ানডে ম্যাচে চ্যালেঞ্জ হয় না। বোলাররা ৩৪ রানে পাঁচ উইকেটে নিলেও গত ম্যাচে কম স্কোরের জন্য সম্ভব হয়নি। বিগত বেশ কিছু ওয়ানডেতে এমনই হয়ে আসছে।খবর-রেডিও তেহরান, তবে আজকের ম্যাচকে সামনে রেখে মুশফিক দলের খেলোয়াড়দের সেরাটা দেয়ার আহ্বান জানিয়েছেন। সতীর্থদের অভয় দিয়ে বলেছেন, ক্রিস গেইল, ব্রাভোদের তাদের দেশে হারানোটা অসম্ভব কিছু নয়। সেরাটা দিলে এটা সম্ভব। তাই দ্বিতীয় ম্যাচেই সবাইকে পজিটিভ চিন্তাধারায় থেকে এগিয়ে যেতে হবে।