রেলওয়ে সূত্র জানায়, ১৮ অক্টোবর যাত্রার টিকেট ৯ অক্টোবর, ১৯ অক্টোবর যাত্রার টিকেট ১০ অক্টোবর, ২০ অক্টোবর যাত্রার টিকেট ১১ অক্টোবর, ২১ অক্টোবর যাত্রার টিকেট ১২ অক্টোবর এবং ২২ অক্টোবর যাত্রার টিকেট ১৩ অক্টোবর বিক্রি করা হবে। একজন যাত্রীকে সর্বোচ্চ ৪টি আসনের টিকেট দেয়া হবে। বিক্রিত অগ্রিম টিকেট ফেরত নেয়া হবে না। এ সময় অগ্রিম টিকেটের পাশাপাশি চলতি টিকেট বিক্রির ব্যবস্থা থাকবে।
আগামী ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা-কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রকৃত যাত্রীরা যাতে অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে আন্তঃনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ট্রেনগুলোতে ১২২টি অতিরিক্ত বগি সংযোজন করা হবে।